How to recover facebook hacked account? - জেনে নিন যেভাবে আপনার হ্যাক হয়ে যাওয়া ফেসবুক একাউন্ট পুনরুদ্ধার করবেন?

ফেসবুক সবার কাছে এখন নেশার মত কাজ করে, ফেসবুক ছাড়া চলতেই পারেন না অনেকে । আবার কেউ নিজের একাকিত্ব গোছাতে ব্যবহার করেন ফেসবুক, বন্ধু বান্ধবের সাথে, ব্যবসায়ের ক্ষেত্রে অথবা অন্য যে কোনো কাজে আজকাল সবাই ফেসুবকের দিকে ঝুঁকে পড়েছেন বহুলাংশে 

অনেক দিন ধরে ব্যবহার করা এবং জনপ্রিয় হয়ে উঠা একাউন্ট যদি হ্যাক হয়ে যায়, তাহলে কি করবেন ? যাই হোক নেশার মত এই জিনিস টি শারীরিক ভাবে না হলে ও মানসিকভাবে খুব প্রভাব ফেলে, এ থেকে বেরিয়ে আসতে চাইলে এবং আপনার হ্যাক হয়ে যাওয়া একাউন্ট পুনরুদ্ধার করুণ নিচের নির্দেশনা অনুসরন করে......



report hacked account












ধাপ ১: এই লিঙ্কে যান  http://www.facebook.com/hacked/

ধাপ ২: ক্লিক করুণ 'My Account is Compromised'

ধাপ ৩: পেজের নিচে বাম পাশে থাকা এই লিঙ্কে ক্লিক করুণ 'I can’t identify my account

ধাপ ৪: ইহা আপনাকে নিচের এই ফর্মে নিয়ে যাবে 



ধাপ ৫: আপনার নিজের সম্পর্কে ভালভাবে উপরের খালি ফর্ম পুরন করুণ সঠিকভাবে 
 
ধাপ ৬: সাবমিট করুণ

শীঘ্রই ফেসবুক টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে সহযোগিতা করবে একাউন্ট ফিরে পেতে 

-------------------------------------------------------------------------------------------------------------

অন্যভাবে ও আপনি ফেসবুক একাউন্ট পুনরুদ্ধার করতে পারেন সে জন্য নিচের ধাপগুলো অনুসরন করুণ....

ধাপ ১: এই লিঙ্কে যান  http://www.facebook.com/hacked/

ধাপ ২: ক্লিক করুণ 'My Account is Compromised'

ধাপ ৩: যে ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে একাউন্ট খুলেছেন সেটি টাইপ করুণ অথবা ফেসবুক ইউজারনেম অথবা ফেসবুক প্রোফাইলের নাম অথবা আপনার ফেসুবকের যে কোন এক বন্ধুর নাম লিখুন


ধাপ ৪: সার্চে ক্লিক করুণ

ধাপ ৫: আপনার পুরাতন পাসওয়ার্ড লিখুন


এখন আপনি আপনার ফেসবুক একাউন্টে লগ ইন করতে পারবেন। 

----------------------------------------------------------------------------------------------------------------


অন্যভাবে ও আপনি ফেসবুক একাউন্ট পুনরুদ্ধার করতে পারেন সে জন্য নিচের ধাপগুলো অনুসরন করুণ....

ধাপ ১: এই লিঙ্কে যান  Facebook.com
 

ধাপ ২: ক্লিক Forgot Password  অথবা  https://www.facebook.com/recover.php

ধাপ ৩: সঠিকভাবে আপনার নিজের সম্পর্কে ফর্ম পুরন করুণ

ধাপ ৪: ক্লিক করুণ 'Phone Number' অথবা 'Email Address' এবং কোড পাঠানোর জন্য অনুরোধ করুণ

ধাপ ৫: যখন আপনি একটি রিসেট কোড আপনার ফোনে অথবা ইমেইলে পাবেন সেখান থেকে প্রাপ্ত কোড কপি করে 'Password Reset Code' এর খালি বক্সে প্রবেশ করান

ধাপ ৬: সাবমিট বাটনে ক্লিক করুণ


এখন আপনার ফেসবুক একাউন্ট অ্যাক্সেস করতে পারবেন, একাউন্টে গিয়ে আপনার ইমেইল পরিবর্তন করে নিন (যেহেতু হ্যাকার এটা সম্পর্কে জানে). এবং 'General Settings'সেটিংসে যান 'Security' তে ক্লিক করে 'set the security settings as per your requirement.'.
 

গুরুত্বপূর্ণ নোট: অনেক সময় হ্যাকার আপনার একাউন্টের পাস ওয়ার্ড পরিবর্তন না করে আপনার বন্ধু বান্ধবদের এক্টিভিটি উপভোগ করে এবং আপনার শেয়ার করা তথ্য প্রোফাইলে গিয়ে দেখে, এ কারণে.....

আপনার ফেসবুক একাউন্টের প্রোফাইলে প্রবেশ করুণ, তারপর 'Account Settings > Security > Active Sessions' যান এবং 'Edit' করুণ। 

যদি তারপর ও আপনি আপনার একাউন্টের এক্টিভিটিতে কিছু অস্বাভাবিক কিছু দেখেন তাহলে আপনার উভয় ইমেইল পরিবর্তন করে ফেলুন

একাউন্ট পুনরুদ্ধার করতে গিয়ে যদি কোন সমস্যায় পড়েন তাহলে কমেন্ট বক্সে আপনার সমস্যা জানাতে পারেন। ভালো থাকবেন
Powered by Blogger.